কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ থানায় স্বেচ্ছায় হাজির হয়ে বাবু তরফদার নামের এক মাদক ব্যবসায়ি আত্মসমার্পণ করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের আকবার আলী তরফদারের ছেলে বাবু তরফদার ওরফে আছের আলী তরফদার (৩৭) আত্মসমার্পণ করে। মাদক ব্যবসায়ি বাবু তরফদার থানায় এসে আতœসমার্পণ করতে চাইলে অফিসার ইনচার্জ লস্কর জায়দুল হক উপ-পরিদর্শক প্রকাশ ঘোষের মাধ্যমে থানা চত্ত্বরে অবস্থিত পাঞ্জেগানা মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন তাকে তওবা পড়ান। সে জীবনে আর কখনো মাদক ব্যবসার সাথে জড়াবে না বলে শফত ও মুচলেকা প্রদান করেন। আতœসমার্পন কালে উপস্থিত সাংবাদিকদের নিকট বাবু তরফদার বলেন, সে দীর্ঘ কয়েক বছর যাবৎ কৌশলে গাঁজার ব্যবসা করে আসছিল। এই খারাপ পথ থেকে ফিরে আসার জন্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর সহায়তায় তিনি থানায় এসে আতœসমাপর্ন করেছেন। আর কখনও মাদক ব্যবসার সাথে জড়াবে না এই শর্তে মৌতলা ইউপি চেয়ারম্যান তাকে একটি ভ্যানগাড়ি দিয়েছেন। সংসারের স্ত্রী ও একটি প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি ভাল ভাবে জীবন যাপন করবেন। এ ব্যাপারে সাঈদ মেহেদীর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক একটি খারাপ জিনিস, এই মরণ নেশার ব্যবসা দেশ ও জাতিকে ধবংস করে। আমার দেওয়া সামান্য একটি ভ্যানগাড়ি চালিয়ে যদি একটি পরিবার সুস্থ্য থাকে, খারাপ পথ থেকে ফিরে আসে, তাহালে এর চাইতে ভাল কিছু আর হতে পারে না।
পূর্ববর্তী পোস্ট