অনলাইন ডেস্ক: আজ ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস। দিবসটি উপলক্ষে সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে র্যালী বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে র্যালীটি জগন্নাথ হল স্মৃতি সৌধে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে কালো পতাকা উত্তোলনের ও কালো ব্যাজ ধারনের মধ্যদিয়ে দিনটি শুরু হয়।
এছাড়াও, শোক দিবস উপলক্ষে ‘অক্টোবর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করা হয়েছে। যা ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে ছাদ ধসে যে সকল ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
পূর্ববর্তী পোস্ট