কালিগঞ্জ ব্যুরো : “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” পয়ঃবর্জের সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশন সম্ভাবনা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা চত্ত্বরে জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ ফিল্ড কো-অডিনেটর আশীষ কুমার হালদার, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সার্স উপজেলা ম্যানেজার তাপষ মল্লিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের আক্তার হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মধ্যে হাতধোয়ার কলাকৌশল শেখানো হয়। পরে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উৎপলা মন্ডল।
কালিগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট