ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে তার সেনা কর্মকর্তাসহ গৃহবন্দী করেছে সৌদি আরব।
একইসঙ্গে তার কয়েকজন পুত্র এবং দেশটির বেশ কয়েকজন মন্ত্রীকেও গৃহবন্দী করা হয়েছে। সৌদি আরবের ঘনিষ্ট মিত্র সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আব্দ রাব্বু মানসুর হাদি’র টানাপড়েন তৈরির পর তাদের ব্যাপারে এ ব্যবস্থা নেয় সৌদি আরব।
ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ অংশীদার সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আব্দ রাব্বু মানসুর হাদি’র সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট।
আব্দ রাব্বু মানসুর হাদি’র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সৌদি জোট ইয়েমেনে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু এবার সৌদি আরবে আশ্রয় নেয়া ইয়েমেনের প্রেসিডেন্টকে গৃহবন্দী করলো সৌদি সরকার।