নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘খেলা-ধুলা শরীর ও মনকে সতেজ রাখে। মাঠে যত বেশি খেলা-ধূলা হবে মাদক ও সন্ত্রাস তত পিছু হটবে। মেধা ও শ্রম দিয়ে ক্রিকেট খেলতে হয়। ক্রীড়াঙ্গনে ক্রিকেটে সাতক্ষীরা জেলার অনেক সুনাম রয়েছে। জাতীয় দলে এ জেলার সন্তানেরা বিশ^কে ভাল খেলা দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহম্মেদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইদ্রিস বাবু, মো. রুহুল আমিন, কবিরুজ্জামান রুবেল ও মো. আলতাফ হোসেনসহ জেলা ক্রীড়া সংস্থা ও চায়না বাংলার কর্মকর্তা এবং অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক। চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে-২০১৭ এর খেলায় ৬২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কুকরালী ভলিবল স্পোর্টিং ক্লাব বনাম জুনিয়র অর্ণিবান সংস্থা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ. ম আক্তারুজ্জামান মুকুল।
পূর্ববর্তী পোস্ট