তালা প্রতিনিধি :
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি রংপুরের পীরগাছা উপজেলার ৫ নম্বর ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন,
সিনিয়র সহ-সভাপতি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এম গফুর উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬ নম্বর তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া।
এছাড়া সহ-সভাপতি হিসেবে শপথ নেন মো. আব্দুল মান্নান, মো. ফরহাদ হোসেন, এ.বি.এম. ফারুক হাসান, মো. ফিরোজ খান নুন, মো. তোজাম্মেল হক ও মো. আমিনুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্বাস আলী সরকার, আ স ম মনোয়ারুজ্জামান ও মো. জিয়াউর রহমান।
অনুষ্ঠানে আরও শপথ নেন সাংগঠনিক সম্পাদক কারুজ্জামান সাহেব ফকির, মো. আতিকুর রহমান আতিক, মো. আলমগীর ও মোছা. শায়লা শারমিন মিম্মু। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে শপথ নেন ফিরোজা বেগম।
শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিইউপিএফের সহ-সভাপতি খন্দোকার সাইফুর রহমান (সাইন)।

