নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা জমিদার বাড়ি এলাকার বাসিন্দা কাজী আমিরুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল পরিবারের এক সদস্যের মাথা ফাটিয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। আহতকে ঐ রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় কাজী আমিরুল ইসলাস বলেন, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় পাকা ঘরের জানালার কাঠ ভেঙে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমার স্ত্রী জোহরা খাতুনকে বলে আমরা পুলিশ তোর ছেলে কই? এর পর তার চোখ বেঁধে ফেলে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সশস্ত্র ডাকাত দল।
এব্যাপারে সচেতন মহল ও এলাকাবাসী জানায় গত কয়েকদিনে লাবসা এলাকায় ডাকাতি ও চুরি সংগঠিত হচ্ছে। এছাড়া রাজধানীসহ সারাদেশে আই্ন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়য়ে অপরাধ প্রবণতার মাত্রা বেড়েছে আংশকাজনক হারে। সারাদেশে প্রায় দুশতাধিক ঘটনার তথ্য রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এ নিয়ে জনমনে আতংক,উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ডিবি-সিআইডি,র্যাব তথা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি, ছিনতাই,অপহরনের মতো ঘটনা বাড়ছে। গত কয়েকদিনের মধ্যে লাবসা এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ঐ এলাকায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও সচেতন মহল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।