নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রদের র্যাগ ডে অনুষ্ঠিত হলো। বৃহস্পতি বার সকালে র্যাগ ডে উপলক্ষে স্কুল সাজানো হয় নতুন রূপে। দিনজুড়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মনোয়ারা। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক, বিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা। কেক কেটে র্যাগ ডে’র শুভ সূচনা করা হয়। রঙ খেলার মাধ্যমে উৎসবটি হয়ে ওঠে বর্ণিল। সেলফি, ভিডিও আর ছবি তুলে সবাই মুহূর্তটি ধরে রাখাতে ব্যস্ত সময় কাটান। এছাড়া বিদ্যালয়ের ছাত্ররা সাংস্কৃতিকি অনুষ্ঠান বিভিন্ন ধরনের পারফরম্যান্সে অংশগ্রহণ করেন।
র্যাগডে উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্ররা সম্মিলিতভাবে বিদ্যালয়ের জন্য একটি উপকরন বাক্র ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং মানব বৃক্ষ তৈরি করে। দোয়া অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। র্যাগ ডের সার্বিক সহায়াতা করে বিদ্যালয়ের ছাত্র সাজিদ, শিহাব, মুনসহ ২০১৮ সালে এস এস সি পরীক্ষার্থীরা।