কালিগঞ্জ ব্যুরো : সাহিত্যে জগতে দুই বাংলার খ্যাতিমান পুরুষ কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবন্ধকার, কবি, সাহিত্যিক ও গবেষক গাজী আজিজুর রহমানের ৭০তম জন্মজয়ন্তী ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বর্ষা-বসন্ত ও হেমন্তের সোপান পেরিয়ে শুক্রবার বিকেল ৪ টায় প্রেসক্লাব ও সুশীলনের আয়োজনে সুশীলন কার্যালয়ে বে-সরকারী উন্নয়ন সংস্তা সুশীলনের পরিচালক বিশিষ্ট আবৃতিকার মোস্তাফা নুরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি‘র বক্তব্য রাখেন অধ্যাপক গাজী আজিজুর রহমান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ‘ুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশিষ্ঠ কবি কিশোরী মোহন সরকার, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আব্দুল খালেক, অধ্যাপক শ্যামাপদ দাশ, অধ্যাপক আব্দুল হান্নান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু, কবি মঞ্জুর লুতফর রহমান প্রমুখ। গাজী অজিজুর রহমানের ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, কেক কাটা, কবিতা আবৃতি, দূরন্ত সত্তর বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, কবি, সাহিত্যিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পী, এনজিও ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে সাহিত্যিক গাজী আজিজুর রহমানের জন্মজয়ন্তী পালন
পূর্ববর্তী পোস্ট