কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদে সোমবার সকাল ১০টায় এল.জি.এসপি-২ এর ২০১৬-২০১৭ অর্থ বছরের আওতায় “নারী উন্নয়ন ও নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কুলিয়া ইউনিয়নের ২০ জন দুস্থ্য নারীর মাঝে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। প্রকল্প সভাপতি ইউপি সদস্যা ফতেমা খাতুন এর সভাপতিত্বে এ সেলাই মেশিন বিতরণ করেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইমাদুল ইসলাম। বিতরণ এর সময় চেয়ারম্যান তার বক্তব্যে বলেন দেশের উন্নয়নে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই দরিদ্র ও অবহেলিত নারীদের জন্য আগামী অর্থ বছরে ও আরো বেশি সহযোগীতা করার চেষ্টা করবো। এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহাদাত হোসেন, আমিরুল ইসলাম, প্রেম কুমার, বিকাশ সরকার, ইউপি সদস্যা শিরিনা রসুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন।
পূর্ববর্তী পোস্ট