প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে সমতা থাকায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে রবিবার অলিখিত ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। তাই ফাইনাল জিতে সিরিজ নিজেদের করে নিতে মুখিয়ে আছে উভয় দলই।
ধর্মশালায় প্রথম ওয়ানডেতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ভারতকে ১১২ রানেই গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। জবাবে ১৭৬ বল বাকী রেখে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় লংকানরা।
মোহালিতে দ্বিতীয় ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার তৃতীয় ডাবল-সেঞ্চুরির সামনে অসহায় আত্মসমর্পন করে শ্রীলঙ্কা। রোহিতের অপরাজিত ২০৮ রানের জবাবে শ্রীলঙ্কাকে ১৪১ রানে হারায় ভারত। বড় জয়ে সিরিজে সমতাও আনে টিম ইন্ডিয়া।