বোলিং করেননি সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নামারও সুযোগ হয়নি তার। শনিবার টি-টেন লিগে মাঠ ছেড়েছেন এই অলরাউন্ডার অবশ্য জয় নিয়ে। ডাকওয়ার্থ-লুইস মেথডে টিম শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে সাকিবের কেরালা কিংস। টিম শ্রীলঙ্কা ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১২ রান। জবাবে বৃষ্টি নামায় কেরেলার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১, যা ১১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় সাকিবরা।
টিম শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ২৪ বলের ইনিংসে তিনি মেরেছেন ৪টি চার ও একটি ছক্কা। ভানুকা রাজাপাকশে করেন ১৬ বলে ২৬ রান। আর রামিথ রাম্বুকেলা ৬ বলে অপরাজিত ছিলেন ২০ রানে। তাদের এই ইনিংসে টিম শ্রীলঙ্কা স্কোরে জমা করে ১১৩ রান।
যদিও বৃষ্টি নামলে কেরালার লক্ষ্য ঠিক হয় ৮ ওভারে ৯১। ক্যারিবিয়ান ঝড়ে সেটা টপকে যেতে কোনও অসুবিধাই হয়নি সাকিবের দলের। ওপেনিংয়ে নেমে চ্যাডউইক ওয়াল্টন ২১ বলে করেন ৪৭ রান। তার চেয়েও ভয়ঙ্কর ছিলেন কিয়েরন পোলার্ড। হার্ডহিটার এই ব্যাটসম্যান ১২ বলে অপরাজিত ছিলেন ৪০ রানে। টর্নেডো ইনিংসটি তিনি সাজিয়েছেন ৬ ছক্কায়। ক্রিকইনফো