নিজস্ব প্রতিবেদক : বিগত সালের হুবহু প্রশ্ন পত্রে এবারও ২য় শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হলো। এবিষয়ে অবশ্য উপজেলা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটির দায়িত্বে অবহেলা ও অস্বচ্ছতাকেই দোষারোপ করছেন সচেতন মহল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সদর উপজেলার ২য় শ্রেণির পরীক্ষার গণিত প্রশ্ন কোন রকম না পাল্টে হুবহু ওই প্রশ্ন পত্রে ২০১৭ সালের পরীক্ষা নেওয়া হয়েছে। সেখানে পাল্টানো হয়েছে শুধু মাত্র গত বছরের প্রশ্নে ছিলো প্রশ্নেই উত্তর লিখতে হবে। আর এবছর উত্তর লিখতে হবে আলাদা উত্তরপত্রে।
এদিকে নিয়ম অনুযায়ী পরীক্ষা পরিচালনা কমিটি ৭টি ক্লাস্টার থেকে ৭টি প্রশ্ন নিয়ে মডারেশন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে। কিন্তু সদর উপজেলা উপজেলা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি সে নিয়ম না মেনে গত বছরের প্রশ্নপত্রের শুধু মাত্র সাল পরিবর্তন করে গত বছরের প্রশ্নেই ১৭ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হয়। বিষয়টি সচেতন অভিভাবকদের নজরে আসলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই ইতোমধ্যে উক্ত কমিটির সদস্যের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগও দায়ের করেছেন।
এবিষয়ে জেলা সহকারী শিক্ষা অফিসার ও পরীক্ষা পরিচালন কমিটির সিনিয়র সদস্য সন্দীপ কুমার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভুল হয়েছে এটা সঠিক। তবে এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি হয়নি। কারন গত বছর যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলো এবছর সে দেয়নি। কেন এমন ভুল হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্ন মডারেট করেন শিক্ষকরা। তারা কিভাবে এভুল করলো আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।
পূর্ববর্তী পোস্ট