ভয়াবহ তুষারধসে জম্মু কাশ্মীরে দুর্ঘটনার সংখ্যা বেড়েই যাচ্ছে। এতে এক শিশুসহ অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে শনিবার কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে আনাদলু বার্তা সংস্থা।
উদ্ধার কর্মকর্তা ওয়াসিম আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় উদ্ধার কর্ম শেষ হয়। ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুই বছর বয়সী একটি শিশুও ছিল।
আগের দিন শুক্রবারও একই ধরণের ঘটনা ঘটে কুপওয়ারা জেলার উত্তর-পশ্চিম অঞ্চল তাংধারে। এতে ৭ বছর বয়েসী এক শিশুসহ তিন জনকেও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভারতের সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) একজন কর্মকর্তা জানান, কুপওয়ারা-তাংধার মহাসড়কের খুব বিপদজনক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। তুষারের আঘাতে হতাহতদের গাড়ি খাদের নিচে ছিটকে পড়ে।