আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আধা-নিবিড় বাগদা একক চাষ পদ্ধতি বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএসডিএ এর অর্থায়নে উইনরক ইন্টারন্যানাল এবং টিএমএসএস এর সহায়তায়, টিএমএসএস সেফটি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সংকর কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম ও টিএমএসএস ব্রাঞ্চ ম্যানেজার প্রবীর কুমার শীল। অ্যাকোয়া কালচার এক্সটেনশান অফিসার সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রজেক্টের এএফএফ ব্রজেন দাশ, জুবায়ের হাসান, তপন মহলদার, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এলাকার ২৫ জন চাষীর অংশগ্রহণে একক চাষ পদ্ধতি, সুবিধা-অসুবিধা ও ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আশাশনিতে আধা-নিবিড় বাগদা চাষ প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট