নলতা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ৪ টায় ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে মাদক-অস্ত্র-পণ্য চোরাচালান ও অবৈধভাবে সীমান্তে বিচরণ, অতিক্রম প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান এবং নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে গণসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, ১৭ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসন, কালিগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ রাজিব হোসেন, খানজিয়া বিওপি কমান্ডার সুবেদার নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন আ’লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক শমসের আলী,ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবসহ শিক্ষক, ব্যবসায়ী ও সুধীবৃন্দ।
নলতায় বিজিবি’র গণসচেতনতামূলক মতবিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট