শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরার শ্যামনগরে যথাযথভাবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োাজনে এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি শ্যামনগর উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আংশিজনের বৈঠকখানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকলকে উপজেলা নির্বাহী অফিসার খাদ্যে ভেজাল প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটিতে শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুপার প্রভাষ কুমার তরফদার, ফ্রেন্ডশিপ সাতক্ষীরা জেলা সমন্বয়কারী উপজেলা এনজিও সমন্বয় কমিটির আহবায়ক আকতারুজ্জামান শিকদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-আহবায়ক মোঃ আবু সাইদ, নকিপুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ফিয়ার উপজেলা সমন্বয়কারি রুপন, উপজেলা টেকনিশিয়ান রাশেদ ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা বৃন্দ, বাজার ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।