নিজস্ব প্রিতবেদক: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থায় নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ক্লাব ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই অভিযোগ তুলে ধরেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের আহবায়ক ফিরোজ আহমেদ।
সংবাদ সম্মেলনে বলা হয় ক্রীড়া ভবনে সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও গত ৭ ফেব্রুয়ারি শ্যামনগরে ব্যক্তিগত স্থানে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ের ৪ নম্বর এজেন্ডায় হঠাৎ করে পূর্ব ঘোষনা, কাগজপত্র অফিস ঠিকানাবিহীন দেওয়া হয়েছে। ৩ ব্যক্তি ১ লাখ টাকার পে অর্ডার নিয়ে কাল্পনিক ক্লাব অন্তর্ভূক্ত করতে পারেন না উল্লেখ করে তারা বলেন. এর প্রতিবাদ করেছেন নির্বাহী সদস্যরা। তারা আরও বলেন, এ বিষয়ে সভাপতির নিকট বিকল্প প্রস্তাব উত্থাপন করলে সদস্য ইদ্রিস আলী বাবু অশোভন আচরন করেন। এক্ষেত্রে সাধারন সম্পাদক যথাযথ ভূমিকা পালন করেননি।
স্টেডিয়াম এলাকায় জুয়া ও হাউজি চলছে উল্লেখ করে তিনি বলেন জেলার ক্রীড়া ক্লাবগুলি আগে মাসিক কিস্তির বাটোয়ারা পেত। এখন তারা পায় না। টাকার হিসাবও অন্ধকারে। স্টেডিয়াম এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলাদেশ যুব অলিম্পিক উৎসব জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষনের জন্য অর্থায়ন করে থাকে। অথচ বর্তমানে অর্ধেক টাকা খরচ না করে দুই চারটি একদিনের খেলা দেখিয়ে শেষ করা হয়। খেলোয়াড়দের ৮০০ টাকার স্থলে মাত্র ৩০০ টাকা করে দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা সাজেক্রীসের নামে রিপোর্ট করেছেন।
জেমস ব্যান্ড সঙ্গীত ও পুতুল নাচ সহ অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে কলুষিত করা হয়েছে। এর টাকা তহবিলে জমা হয়নি। সাধারন ক্লাব কাউন্সিলররা কোন বিষয়ে আবেদন দিতে গেলে অথবা টাকা জমা করতে গেলে তা সাধারণ সম্পাদকের নিষেধ আছে বলে ফেরত দেওয়া হয়। এর আগে সাধারন সভা ডেকে যথাযথ কাগজপত্র উপস্থিত করতে পারেনি কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রেসবক্স ,অবকাঠামো উন্নয়ন কাজ, গ্যালারি নির্মান সবই বন্ধ রয়েছে। ঢাকার কোন ক্লাবে ক্রীড়াবিদ কোটায় কোন চান্সও মিলছে না। দুঃস্থ ক্রীড়াবিদরাও সরকারি সাহায্য পাচ্ছেন না। গত ২ বছর যাবত এ ধরনের বিভিন্ন অনিয়ম চলছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বদরুল ইসলাম খান, হাসনে জাহিদ জজ, মিজানুর রহমান, আহমেদ আলী, শেখ নাসিরুদ্দিন, মাহমুদ হাসান মুফতি, তৈয়ব হাসান বাবু প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট