নিজস্ব প্রতিবেদক : শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুল এন্ড কলেজে চুরির ঘটনা ঘটেছে। সোমবার গত গভীর রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
স্কুলের অধ্যক্ষ দেববিন্দু ঘোষ বাপি জানান, আমরা প্রতিদিনের ন্যায় সোমবার স্কুলের কাজ কর্ম শেষে প্রায় ১০ টার দিকে চলে যায়। সকালে স্কুলে এসে দেখি স্কুলের অফিস কক্ষের জানালার গ্রিল কাটা, অফিসের জিনিসপত্র এলোমেলো। অফিসে ঢুকে এসময় চোরেরা ২টি কম্পিউটার, ২টি মনিটর, নগদ ১৫ হাজার টাকাসহ অফিসের মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে চোরের না। এঘটনায় সদর থানায় এস আই জিয়ারত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে শহরের উপকণ্ঠে এধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তারা বললেই গত কয়েকদিন আগেও শহরের মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল, ডে নাইট কলেজ মোড়ের একটি বাড়িসহ কয়েকটি বাড়িতে এধরনের চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে শহরবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে। এঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন শহরবাসী।
শহরের মুন্সিপাড়ায় রাশিদা স্কুলের চুরির
পূর্ববর্তী পোস্ট