আসাদুজ্জামান: সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা কলেজের পিছনের গ্রিল কেটে দুটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই সপ্তাহে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও এর কোন কূল কিনারা উদ্ধার করা সম্ভব হয়নি। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চুরি আতংক বিরাজ করছে।
ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার জানান, শুক্রবার গভীর রাতে কলেজের পিছনের গ্রিল কেটে অধ্যক্ষের কক্ষ, শিক্ষক কমন রুম ও অফিস কক্ষের আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে। এ সময় তারা দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাড়ির ইন্সপেক্টর আজিজুর রহমান জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা মর্নিং সান প্রি-কাডেট স্কুল, বে-বার্ড প্রি-ক্যাডেট স্কুল, জিএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। এর সাথে যোগ হয়েছে শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা ছফুরননেছা মহিলা কলেজের চুরি ঘটনা।