মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: ’বাংলার পাট বিশ্বমাত, সোনালী আলোয় সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ পতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় পাট দিবস-১৮ উপলক্ষে পাট র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে পাট র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বহী অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে ও মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা রাজিবুল হাসান। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিনিধি ডাঃ ছাইফুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় কর্মকর্তা আনছারুল আজাদ, জেলা মৎস্য জীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে জাতীয় পাট দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট