নিজস্ব প্রতিবেদক : বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, সাতক্ষীরার ৪টি আসনে জননেত্রী শেখ হাসিনাকে এমপি উপহার দিতে চাই। তার জন্যে দরকার নেতাকর্মীদের ইস্পাত দৃঢ়ঐক্য। ঐক্যের বিকল্প নেই। গ্রামে,গঞ্জে, পাড়া মহল্লায় শেখ হাসিনার উন্নয়নের খবর গণমানুষের কাছে পৌছে দিতে হবে। প্রতিটি নেতাকর্মীকে কাধে কাধ মিলিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। তবেই ৭ই মার্চের আলোচনাসভা সার্থক হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তারই কন্যার হাত ধরে অর্থনৈতিক মুক্তি আসবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বে বাংলাদেশ পর্দাপণ করবে। এ বিশ্বাস আমাদের আছে। আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি ডা: মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বেগম রিফাত আমীন এমপি, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের শাহাদাৎ হোসেন, সদর থানা আওয়ামীলীগের শাহাজান আলী, শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুর হোসেন, মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা মহিদ, যুব আইনজীবি সমিতির সভাপতি এড. তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান, ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
৭ মার্চ উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আলোচনাসভা
পূর্ববর্তী পোস্ট