নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা মহিলা সমিতির কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির সাধারণ সম্পাদক মিসেস খুরশীদ জাহান শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ মহছেনা বেগম, প্রশিক্ষক শামীমা পারভীন ডেইজি প্রমুখ। পৌরসভার সব’কটি ওয়ার্ডে এ সহায়তা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে চলতি বছরে ৬,৭,৮ ও ৯ নং ওয়ার্র্ডে ৩শ’৭৬জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় সকল প্রশিক্ষনার্থীদেরকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তার প্রদান করা হবে।
সাতক্ষীরায় ল্যাকটেটিং মাদার কর্মসূচির প্রশিক্ষণের সমাপনী
পূর্ববর্তী পোস্ট