নিজস্ব প্রতিবেদক: “জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জল, ইয়ারব হোসেন, আবু তালেব মোল্লা, পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি প্রমুখ।
সমাবেশে সিনিয়র সাংবাদিক আনিসুর রহিম, অরুণ ব্যানার্জী, কল্যাণ ব্যানার্জি, আব্দুল ওয়াজেদ কচিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন হাফিজুর রহমান মাসুম
বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হতে হবে। প্রতিনিয়ত গ্রেফতার বাণিজ্য চললেও জামায়াত-শিবির, জেএমবি, হরকাতুল জিহাদসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর নেতৃস্থানীয়দের গ্রেফতার করা হচ্ছে না। অথচ, পিছনে থেকে তারা সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদে নেতৃত্ব দিচ্ছে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, প্রকৃত এবং চিহ্নিত সন্ত্রাসী ও জঙ্গিদের আইনের আওতায় আনতে সাংবাদিকরা বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।