আঙ্গুলের চোট কাটিয়ে পূর্ণ সুস্থ হয়েই গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটায় কলম্বো পৌঁছেছেন সাকিব আল হাসান। প্রায় দুই মাস খেলার বাইরে বলে ম্যাচ ফিটনেসের ঘাটতি কিছুটা থাকতে পারে। তাছাড়া আজ মাঠে নামতে সমস্যা নেই বিশ্বসেরা অলরাউন্ডারের। গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই বলেছিলেন সাকিবের চোট সম্পর্কে।
জিতলেই ফাইনাল। হারলেই নিদাহাস কাপ থেকে বিদায়ের টিকিট হাতে চলে আসবে। এমন বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি আজ বাংলাদেশ। যে ম্যাচে বাড়তি চাপ-তাপের সঞ্চার করলো গতকাল বিকালে কলম্বোতে দলের সঙ্গে সাকিবের যুক্ত হওয়া। তাতেই বদলে গেছে ম্যাচের আবহ, ম্যাচ কেন্দ্রিক সব আলোচনা।
শেষ অব্ধি বাঁহাতি এ অলরাউন্ডার আজ একাদশে ফিরলে স্বাগতিক শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জই হবে বাংলাদেশকে মোকাবিলা করা। খেত্তারামার প্রেমাদাসা স্টেডিয়ামে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
লিগ পর্বে দু’দলের প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২১৪ রানের বিশাল টার্গেট তাড়া করেছিল টাইগাররা ইতিহাস গড়ে। আজ সাকিব একাদশে ফিরলে কম্বিনেশনে ভালো পরিবর্তন আসবে বাংলাদেশের। সেক্ষেত্রে তৃতীয় পেসারের জায়গায় খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। আজ ব্যাটিংয়ে ইনফর্ম মুশফিকের সঙ্গে তামিমরা, বোলিংয়ে রুবেলের সঙ্গে মুস্তাফিজরা জ্বলে উঠতে পারলে ফাইনালে খেলার ভালো সুযোগ থাকবে বাংলাদেশের।
আজকের অঘোষিত সেমিফাইনালের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ গতকাল বলেছেন, ‘গতকাল (বুধবার) ম্যাচটা যদি জিততাম দারুণ হতো। যদিও সেটা আমাদের ফাইনালে খেলা নিশ্চিত করতো না। এই ম্যাচের (আজ) জয়ী দল ফাইনালে যাবে। ধারাবাহিক ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। সুযোগ তৈরি করতে আমাদের সেরা সামর্থ্যের সেরাটা খেলতে হবে।’