বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন ফেরদৌস ও মৌসুমী জুটি। ‘খায়রুন সুন্দরী’ হয়ে আছে উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন পর আবারও রুপালি পর্দায় হাজির হচ্ছেন তারা। কাটছে এই জুটির ভক্তদের প্রতীক্ষাও।
বিজয় দিবস উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’ নামের ছবিটি। এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।
ছবিটি রাশেদ শামীম ও আবির খান পরিচালনা করছেন যৌথভাবে। ছবির কাজ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। এরপর ২০১৬ ও ২০১৭ সালে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় ছবিটির মুক্তি। অবশেষে চলতি বছরের শেষ মাসের ৩০ তারিখকেই বেছে নিয়েছেন নির্মাতাদ্বয়।
ছাবির গল্প নিয়ে রাশেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার একটি মিষ্টি প্রেমের ছবি ‘পোস্টমাস্টার ৭১’। এর প্রেক্ষাপট শুরু হবে ১৯৬৫ সাল থেকে। একজন পোস্টমাস্টারের প্রেমের গল্প দেখানো হবে এখানে।