মাহফিজুল ইসলাম আককাজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মান-সম্মত ও যুগোপযোগি শিক্ষার বিস্তার ঘটাতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ্যে উজ্জীবিত হয়ে লেখা-পড়ার পাশা পাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক, শিক্ষক পর্ষদ সম্পাদক আব্দুর রহিম, প্রভাষক আলমগীর কবির, বাংলা বিভাগের প্রভাষক তপন কুমার ঘোষ ও জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষত ইমামুল হক।
শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
পূর্ববর্তী পোস্ট