ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় ৩ বছরে প্রায় ৩শ’ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর মধ্যে ২০১৭ সালেই ১শ’ ১১ জন নিহত হয়েছে বলে জানানো হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহীর রাজ্যসভায় এ তথ্য জানান। তিনি জানান, ২০১৭ সালে বিজেপি শাসিত উত্তর প্রদেশে ১৯৫টি সাম্প্রদায়িক সহিংসতায় সবচেয়ে বেশি ৪৪ জন নিহত হয়। একইভাবে রাজস্থানে নিহত হয় ১২ জন।
তৃণমূলশাসিত পশ্চিমবঙ্গে ৫৮টি সাম্প্রদায়িক দাঙ্গায় ৯ জন নিহত হয়, আহত হয় অন্তত ২৩০ জন। এছাড়া, ২০১৬ সালে নিহত হয় ৮৬ জন আহত হয় ২ হাজার ৩২১ জন। ২০১৫ নিহত হয় ৯৭ জন আহত হয় ২ হাজার ২৬৪ জন।
কেন্দ্রীয় সরকারের দেয়া তথ্য অনুযায়ী সরকারই স্বীকার করেছে যে ২০১৭ সালে বিজেপি শাসিত রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে।