পাইকগাছা ব্যুরো: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নি সংযোগ, মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর এর প্রতিবাদে এবং দোষীদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা শাখার যৌথ উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন পূর্ব সমাবেশে সভাপতিত্বে করেন সমীরণ সাধু। প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আইন বিষয়ক সহ-সম্পাদক এড. অজিত কুমার মন্ডল। ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় বক্তব্য রাখেন পূজা পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, প্রাণকৃষ্ণ দাশ, সুভাষ সানা মহিম, সন্তোষ কুমার সরদার, গুরুদাশ রায়, কৃষ্ণ পদ মন্ডল, শংকর দেবনাথ, কল্লোল মল্লিক প্রমুখ।