কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের বিক্ষোভে হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে ক্লাস বর্জন করে রায় সাহেব বাজার মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা ক্লাস বর্জন করেছি। সরকার আমাদের দাবি মেনে না নিলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা অবস্থান নিচ্ছি। আপাতত অ্যাকশনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রোববার আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।