মুনতাসির আকিব। তিনি একজন নতুন বিজ্ঞাপন নির্মাতা। ইতোমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন নির্মাণ করে বেশ প্রশংসা পেয়েছেন। এবার সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক ১৯৮২’।
চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া প্রযোজিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সত্য (সার্জেন্ট জহুরুল হক হলের) ঘটনা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক ১৯৮২’ নির্মাণ করেছেন নতুন এই নির্মাতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সরয়ার বাপ্পি ও পূর্বা।
চলচ্চিত্রটি আগামী বৃহস্পতিবার (১২ এপ্রিল) টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে থাকছে চিরকুটের ‘এ মন তোমার মনে’ শিরোনামের একটি গান।
উল্লেখ্য, বাইসাইকেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি গাজীপুরের কোনাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পুরান ঢাকা এবং সার্জেন্ট জহুরুল হক হলে দৃশ্যায়িত হয়।