বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ’ইত্যাদি’। সব বয়সী দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আসছে ১৮ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে দর্শক নন্দিত এ অনুষ্ঠান।
হানিফ সংকেতের পরিচালনায় এবারের ইত্যাদির শুটিং হয়েছে যশোরের সদর কোর্টের পুকুর পাড়ে। গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত শুটিং পরিচালিত হয়।
এইবারই প্রথমবারের মতো যশোরে ইত্যাদির শুটিং হয়েছে। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন যশোরের সাংস্কৃতিক গোষ্ঠি। এইবারের ইত্যাদিতে যশোরের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।
যশোর কালেক্টরেট ভবনের সঙ্গে মিল রেখে নির্মাণ করা হয় মূল মঞ্চ। আসছে পর্বে যশোরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাইয়ের নিয়ে; যেখানে একসময় কবি মাইকেল মধুসূদন দত্ত থাকতেন।
এবারও যথারীতি থাকছে দর্শক পর্ব, নাটিকা, মামা-ভাগনে, নানি-নাতির শিক্ষামূলক কমেডিসহ অন্যান্য আয়োজন।