শ্যামনগর ব্যুরো : শ্যামনগরের আটুলিয়ায় রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করনে টেকসই উদ্যোগ প্রকল্পের এ্যাডভোকেসি গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর রাবেয়া খাতুন মহিলা দাখিল মাদ্রাসার সুপারঃ মাওঃ মোস্তফা রেজাউল করিমের সভাপতিত্বে ইউএসএআইডি এবং উইনরক ইন্টারন্যাশনাল অর্থায়নে অগ্রগতি সংস্থা বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্থার এ,ও, মোরশেদ আলম, কর্মকর্তা নেতাই সেন, পিয়ার লিডার আবু সাঈদ সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে পূর্ববর্তী করণীয় এবং এর কূফল সহ বিদেশ গমনকারীদের নিরাপদ বিষয় সহ বিভিন্ন বিষয় আলোকপাত হয়।