জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে জরুরি সভা পাটকেলঘাটাস্থ কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ইউমেন লিডারশীপ এ্যাওয়ার্ড পাওয়ায় সাতক্ষীরা জেলা কৃষকলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ ও এনবি রাশেদ সরোয়ার শেলি, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুত কুমার, আইন সম্পাদক এড. শম্ভুনাথ সিংহ, প্রচার সম্পাদক মনোজ কুমার দে ও দপ্তর সম্পাদক মোঃ আতিয়ার রহমান প্রমুখ। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি ও জেলা কমিটি কর্তৃক আশাশুনি উপজেলা কৃষকলীগের কাউন্সিলরের তালিকা অনুমোদন না হওয়ায় উপস্থিত ২/১ জন সদস্য ছাড়া অধিকাংশ সদস্য আশাশুনি উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন না দেওয়ার পক্ষে মত দেন। কৃষকলীগের আশাশুনি উপজেলা কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় কমিটি অনুমোদন না দিয়ে আগামী ১০ দিনের মধ্যে দলকে সুসংগটিত করার জন্য সমন্বয় করে কমিটি অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অপর দিকে জেলা কমিটির সদস্য শেখ ইয়াকুব আলী ও জবেদ আলী সরদারের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি
সাতক্ষীরা জেলা কৃষকলীগের জরুরি সভা
পূর্ববর্তী পোস্ট