প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় স্কুল ফুটবল কমিটির আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় “প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ন শীপ ২০১৭-১৮” খুলনা অঞ্চলের সাতক্ষীরা ভেন্যুর ফাইনাল খেলা রবিবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় ঝিনাইদহার মাওলানা বাদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরার জি ফুলবাড়িয়া দরগাশরীফ আলিয়া মাদ্রাসা প্রতিন্দ্বিদ্বতা করেন। খেলায় সাতক্ষীরা জেলা ২টি গোল করেন অপরদিকে ঝিনাইদহ জেলা ১টা গোল করতে সক্ষম হয়। ফলে সাতক্ষীরা জেলা ১ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সাতক্ষীরা জেলার পক্ষে মোশারফ হোসেন ও আল আমিন ১ টি করে গোল করেন। অন্যদিকে ঝিনাইদহ জেলার পক্ষে ইবাদত ১টি গোল করেন। সেরা খেলোয়ার হওয়ার গৌরব অর্জন করেন সাতক্ষীরার আব্দুল্লাহ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, ঢাকা থেকে আহত মঈনুল ইসলাম জনি। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন, আহমেদ রাফসান ও শাহিন পঞ্চায়েত এবং চতুর্থ রেফারির সাতক্ষীরার আসাদুর রহমান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি বদরুল আলম পুটু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ মাসুদ আলী, ডি,এফ’র কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ডি,এস’র যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, শেখ রফিকুর রহমান লাল্টু, জাতীয় ফুটবলার জুয়েল রানা প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ফুটবলে এক সময়ে বিশ্বের দরগারে এগিয়ে ছিলো। কিন্তু বর্তমানে ফুটবলে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। সে কারণে ফুটবল খেলায় খেলোয়াড়দের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে যেন বিশ্বের দরবারে বাংলাদেশ আবারো ফুটবল খেলায় সমাদৃত হতে পারে তার জন্য চেষ্টা চালাতে হবে।
প্রাণ মিল্ক জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়ন শীপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন
পূর্ববর্তী পোস্ট