নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে জেলা, পৌর, সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৮ রমজান শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামীলীগ সভাপতি মুনসুর আহমেদ, সহ-সভাপতি আবুল খায়ের সরদার, আজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক এড. স. ম গোলাম মোস্তফা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের সদস্য এড. আজহারুল ইসলাম, ডা. মুনছুর আহমেদ, মীর মোশারফ হোসেন মন্টু, এড. শহিদুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অছলে, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদস্য মীর মহিতুল আলম, কাজী আক্তার হোসেন, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ফারহা দিবা খান সাথী, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।
তবে এ অনুষ্ঠানে সাতক্ষীরা-০২ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রধান দুটি ইউনিট সদর উপজেলা আওয়ামীলীগ ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ৪ নেতার মধ্যে ৩ জনই অনুপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অধিকাংশকেই এ ইফতার মাহফিলে দেখা যায়নি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
পূর্ববর্তী পোস্ট