নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ২য় ব্যাচের প্রশিক্ষন সমাপনী ও সংযুক্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩১মে) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
অনুষ্ঠানে পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
‘প্রধানমন্ত্রীর অঙ্গিকার, বেকারত্ব ঘুচাবে সরকার’- শীর্ষক স্লোগানে ওই কর্মসূচিতে ২য় ব্যাচের ১হাজার ৭৯জনের মধ্যে ৯৬৭জনকে বিভিন্ন দপ্তরে সংযুক্তির চিঠি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৪৫২জন ছেলে ও ৫১৫জন মেয়ে। এছাড়া বাকি ১১২জনকে স্বেচ্ছায় পদত্যাগ, দ্বৈত আবেদন, ক্লাসে অনিয়মিত থাকায় কর্মসূচি থেকে বাতিল করা হয়েছে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার দাস।
কলারোয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণ সমাপনী
পূর্ববর্তী পোস্ট