খেলার খবর: বিশ্বকাপ শুরু হতে আর বেশি বাকি নেই৷ এখনও উরুগুয়ের বিরুদ্ধে রাশিয়া অভিযানের প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নন মিশরের সালাহ৷ এর মাঝেই আবার তার চোটের জন্য অভিযুক্ত রামোসকে ক্ষমা না করার কথা জানিয়ে দিলেন মিশরের মেসি৷
কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রামোসের কড়া চ্যালেঞ্জে পড়ে গিয়ে কাঁধে গুরুতর চোট পান সালাহ৷ সেই ট্যাকেলের জন্য সেদিন মাঠেই লিভারপুল স্ট্রাইকারের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন রামোস৷ এরপর গোটা বিশ্বজুড়ে রামোসকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছে৷ স্প্যনিশ ফুটবলারকে নিয়ে মিশরে গণপ্রতিবাদও শুরু হয়৷
সালাহার জীবনের অভিশপ্ত রাতের পর কেটে গিয়েছে দুই সপ্তাহ৷ প্রাক বিশ্বকাপ প্রস্তুতি পর্বকালে অনেকেই যখন ধরে নিয়েছেন সেই দুর্ঘটনা ভুলে রামোসকে নিশ্চয়ই ক্ষমা করে দিয়েছেন সালাহ৷ মিশরীয় ফুটবলার অবশ্য অন্য কথা বলছেন৷
সালাহ জানিয়েছেন, ‘ওটা আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ দিন৷ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পুরো সময় মাঠে না থাকতে পারার যন্ত্রণা ভোলার নয়৷ চোটের পর এক মূহূর্তে জন্য মনে হয়েছিল, বিশ্বকাপ থেকে পুরোপুরি বোধহয় ছিটকে গেলাম৷ পরে রামোস আমায় মেসেজ করেছিল৷ তার উত্তর আমি কিন্তু ঠিক আছে বলিনি৷’
এই উক্তিতেই স্পষ্ট সেই ট্যাকেল এখনও ভুলতে পারেনি সালাহ৷ রিয়াল তারকাকে তিনি যে ক্ষমা করেননি সেটাও স্পষ্ট সালাহের বক্তব্যে৷