আন্তর্জাতিক খবর: ঝড় ও বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে শুক্রবার সকালে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে নয়জন বজ্রাঘাতে নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বজ্রাঘাতের পর কয়েকজনের মৃত্যু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভবনের অংশ ধসে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া আরও সাতজন আহত হয়েছেন। সবচেয়ে বেশি লোক আহত ও নিহত হয়েছেন সুলতানপুরে।
এদিকে সব জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে দিতে বলা হয়েছে।
কর্মকর্তারা বলছেন, সামনের দিনগুলোতে রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া