খেলার খবর: বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে রাখা হয়েছিল চমকটি। রাশিয়া বিশ্বকাপের থিম সংয়ের সেই চমক নিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হাজির হলেন হলিউড অভিনেতা ও গায়ক উইল স্মিথ। বাড়তি আকর্ষণ হিসেবে যোগ দিলেন রোনালদিনহো। না, ফুটবলার হিসেবে নন, ব্রাজিলিয়ান তারকা এবার বাদকের ভূমিকায়।
এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’-এ কণ্ঠ দিয়েছেন স্মিথ। অভিনয়ের সঙ্গে ‘র্যাপার’ হিসেবেও বেশ খ্যাতি আছে তার। বিশ্বকাপের ফাইনাল শুরুর আগে তার ঝলক দেখলো বিশ্ব। থিম সংয়ে স্মিথের সঙ্গে মঞ্চ মাতিয়েছেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পুয়ের্তো রিকান গায়ক নিকি জ্যাম ও কসোভিয়ান গায়িকা এরা ইস্ত্রেফি।
থিম সংয়ের সঙ্গে বাড়তি আকর্ষণ ছিলেন রোনালদিনহো। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী এই ব্রাজিলিয়ান বাদক হিসেবে তার প্রতিভা দেখিয়েছেন বিশ্বে। আফ্রিকান মিউজিকের তালে ড্রাম বাজিয়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
২০১৮ সালের আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন রাশিয়ান অপেরা শিল্পী আইদা গারিফুলিনা। সমাপনী অনুষ্ঠানেও মঞ্চ মাতালেন তিনি। রাশিয়ান ফোক গান ‘কালিকা’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি মঞ্চে। সঙ্গে শিশুদের কোরাস বাড়তি সৌন্দর্য যোগ করে সমাপনী অনুষ্ঠানে।