বিদেশের খবর: দাবানল ছড়িয়ে পড়ায় বাড়ি ছেড়ে পালাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাজারো মানুষ। মঙ্গলবারের আগে দাবানলটির বিষয়ে কেউ জানতে পারেনি। হঠাৎ টের পেয়ে এখন বিপাকে পড়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি এলাকার মানুষ।
যুক্তরাষ্ট্রের সান বার্নারডিনো ন্যাশনাল ফরেস্ট এজেন্সি জানায়, ক্রানস্টন নামে পরিচিতি দাবানলটি এখন লস এঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পূর্বে অবস্থান করছে। অগ্নিসংযোগ থেকে দাবানলটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।
ফরেস্ট এজেন্সি আরও জানায়, এখন পর্যন্ত ৩২০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। হুমকির মুখে ২১০০ ঘর-বাড়ি।
দাবানল লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ব্রান্ডন ম্যাকগ্লোভার নামে এক ব্যক্তিকে।