আসাদুজ্জামান: সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৩৫৭ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির নায়েক সুবেদার জহির উদ্দীন বাবারের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কালিয়ানী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সীমান্তে বিজিবি‘র অভিযানে ৩৫৭ বোতল ফেন্সিডিল জব্দ
পূর্ববর্তী পোস্ট