মোস্তাফিজুর রহমান: আশাশুনিতে বজ্রপাতে উদয় কুমার মন্ডল(৩৬) নামে এক মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। উদয় কুমার মন্ডল বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের হরী মন্ডলের পুত্র। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উদয় একই গ্রামের প্রবীর মন্ডলের সূর্য খালী বিলের মৎস্য ঘেরে বিগত ৩ বছর যাবত কর্মচারীর কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় ভোরে ঘুনি থেকে মাছ কুড়ানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। সকাল ৬ টার দিকে পার্শ্ববর্তী ঘেরের লোকজন উদয়ের মৃত্রুদেহ পানিতে ভাসতে দেখে আমাদেরকে জানালে আমারা বিষয়টি জানতে পারি।
আশাশুনিতে বজ্রপাতে মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু
পূর্ববর্তী পোস্ট