দেশের খবর: জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোঃ খোরশেদুল আলম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোড় এলাকার নূপুর মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৯শ ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত খোরশেদুল আলম আনোয়ার উপজেলার বারখাইন ইউনিয়নের মৃত আব্দুর শুকুরের ছেলে। বর্তমানে সে নগরীর ইপিজেড থানাধীন ফ্রি পোর্টের কুড়ি পুকুর পাড় এলাকায় থাকে। মিমতানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদুল আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাসি করে তার স্যান্ডেলের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে খোরশেদুল আলম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে পায়ের স্যান্ডেল বদলের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট ক্রয়, বিক্রয় ও পাচার করে আসছে।
জুতার ভেতর লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেফতার এক
পূর্ববর্তী পোস্ট