বাঁশদহা প্রতিনিধি: বাঁশদহা ইউনিয়নের ১নং হাওয়ালখালী ওয়ার্ডের সাবেক জামায়াত নেতা আজিজুল হককে আ”লীগের প্রত্যায়ন দিল ১নং ওয়ার্ড আ”লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত জোট সরকারের আমলে গাছ কাটা, রাস্তা কাটাসহ নাশকতামূলক নানা অপকর্মে সক্রীয়ভাবে জড়িত ছিল এই নেতা। আর এই অপরাধের দায়ে গত বৃহঃপতিবার রাত ১টার সময় সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলে উক্ত ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতি আ”লীগের দলীয় প্রত্যয়ন পত্র দিয়ে ছাড়িয়ে নেয়। এছাড়া আরও সূত্রে জানাযায় এই ওয়ার্ড নেতা অর্থের বিনিময়ে আ”লীগের প্রত্যয়ন পত্র দেন। যে প্রত্যয়ন পত্রে ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতির সীল স্বাক্ষর আছে। যা এলাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই জামায়াত নেতাকে প্রত্যয়ন দেয়ার ফলে নানা গুনজন সৃষ্টি হয়েছে। তাই এই ধরনরে নেক্কার কাজ ভবিষ্যতে আর না ঘটে সেই কামনা করেন স্থানীয় আ”লীগ নেতারা।
পূর্ববর্তী পোস্ট