সোনাবাড়ীয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন মাদরা কাম্পে শুক্রবার সকাল ৮:২০ মিনিটের সময় লাঃ নায়েক বিজিবি মোকলেছ গোপন সূত্রে সংবাদ পেয়ে ১১নং পিলিয়ার রাজপুর এর কাছে ইন্ডিয়া থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ আসামিকে আটক করেন। যাহাদের নাম যথাক্রমে- ১। মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা-আইনুদ্দিন সরদার, ২। মোঃ জাহিদুর ইসলাম (২৬), পিতা-মুনছুর আলী, ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২০) পিতা-অজিয়ার সরদার, সর্বগ্রাম-বোয়ালিয়া ও ৪। কবিরুল ইসলাম (২১), পিতা-ছাত্তার, গ্রাম-পূর্ব ভাদিয়ালী, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা-কে আটক করে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করেন।