নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট ১ কোটি টাকার বৈজ্ঞানিক সরঞ্জামাদি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ¦ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপÍ) নূর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন প্রযুক্তি নির্ভর দেশে পরিণত হয়েছে। প্রযুক্তি সুবিধার কারণে বাংলাদেশের ছোট কুড়ে ঘর থেকে আমেরিকাসহ বিশ্বের যে কোন দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারে। ভিডিও কলের মাধ্যমে একের অন্যের ছবি দেখতে পাচ্ছে। এগুলো সবই জননেত্রী শেখ হাসিনার অবদান। শিক্ষার্থীরা যাতে শুরু থেকেই প্রযুক্তির জ্ঞান নিয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ শুরু করেছেন। এ সরঞ্জামের সঠিক ব্যবহার করে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।