মহান স্বাধীণতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও মাস ব্যাপী শোক দিবস উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা শুক্রবার বিকাল ৪টায় পৌর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের পৌরসভাপতি মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এড. আল মাহমুদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইব্রাহিম হোসেন, কুটির শিল্প সম্পাদক মোছাক সরদার, কার্যকরী সদস্য মোঃ হাকিম ও আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন, পৌর সহ-সভাপতি আবুল হোসেন, আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, খায়রুজ্জামান, আবুল হোসেন মোড়ল, ফারুক হোসেন, লুৎফর রহমান টুকু, ৫নং ওয়ার্ড সভাপতি রহুল আমিন, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি ইউসুফ গাইন, ৩নং ওয়ার্ড সভাপতি ইস্রাফিল, ২নং ওয়ার্ড আহবায়ক সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবু, ৭নং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মুকুল, ৫নং সাধারণ সম্পাদক এছাক সংস্থার ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সভায় আসামী ১৫ আগস্ট উপজেলার ৯টি ওয়ার্ডে স্ব স্ব ব্যানারে দোয়া অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন এবং আগামী ৩১ আগস্ট বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক সভা ও দোয়া অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
শোক দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ এর প্রস্তুতি সভা
পূর্ববর্তী পোস্ট