নিজস্ব প্রতিবেদক :
শহরের বাঁকালে ১৪৫ ধারা উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী জমির মালিক আনোয়ার হোসেন জানান, রামদেবপুর মৌজায় এস এ খতিয়ান নং-৮৩, দাগ নং- ১৪২৬, ১৪২৫, ১৩৬৬ দাগে আমার পিতার নামীয় জমির পরিমাণ ২৭ শতক সম্পত্তি রয়েছে। যা দীর্ঘদিন ধরে আমরা ৫ ভাই ও ৪ বোন যৌথভাবে ভোগদখল করে আসছি। কিন্তু সম্প্রতি বাঁকাল পূর্বপাড়া এলাকার মৃত আলকাজ সরদারের পুত্র আব্দুল আলিম ওই সম্পত্তি তার পাশ্ববর্তী হওয়ায় গায়ের জোরে দখলের চেষ্টা চালাতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করে। বর্তমান মাঠ জরিপ, প্রিন্ট পর্চাসহ সকল কাগজপত্র আমাদের পক্ষে রয়েছে। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। আদালত মামলটি আমলে নিয়ে উক্ত ১৪৫ ধারা জারি পুর্বক স্থানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দেন এবং আব্দুল আলিমকে আদালতে উপস্থিত হয়ে দখলের বিষয়ে লিখিত বক্তব্য পেশ করার নির্দেশ দেন।
সে অনুযায়ী সাতক্ষীরা সদর থানার এস আই মিজানুর রহমান আব্দুল আলিমকে গত ২২ জুলাই’১৮ তারিখে- নোটিশ দেন। এসময় আলিম ওই নোটিশে স্বাক্ষরও করেন। কিন্তু ১৪ আগস্ট সকালে আদালতের ওই নিষেধাজ্ঞা না মেনে একই এলাকার মৃত জেহের আলীর ছেলে আব্দুল জলিল, হামজার আলীর ছেলে জামাল উদ্দীনসহ ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করেন। আমরা প্রতিবাদ করতে গেলে তারা ধারালো অস্ত্র উচিয়ে করে আমাদের হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এসময় তারা ওই সম্পত্তিতে বাঁশখুটি পুতে চলে যায়। আমরা বর্তমানে ওই দখলদার আলিম গংয়ের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে আমরা ধারনা করছি। আমরা ওই দখলদার আলিম গংয়ের কাছ থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি উদ্ধার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
বাঁকালে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট