হোসেন আলী, কাকডাঙ্গা।
কলারোয়ার কাকডাঙ্গা তরুন সংঘের আয়োজনে স্থানীয় ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল ময়দানে নক-আউট ভিত্তিক চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন অত্র ফুটবল মাঠ কমিটির কোষাধ্যক্ষ আাশারাফুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন উক্ত মাঠ কমিটির সদস্য বৃন্দ, ৪টি দলের টিম ম্যানেজার, কোচ ও খেলোয়ার সহ এলাকার সুধীবৃন্দ।
অত্র খেলায় অংশ গ্রহন করেন, কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশ, চুপড়িয়া আপন স্পোটিং ফুটবল একাদশ, ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ। এ ৪টি দলের মধ্যে ১ম রাউন্ডে ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ, চুপড়িয়া আপন স্পোটিং ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে ও আটুলিয়া ফুটবল একাদশ কাকডাঙ্গা তরুন সংঘ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটি জমজমাট উত্তেজনার মধ্যদিয়ে প্রথমার্ধ গোল শূণ্য থাকে এবং দ্বিতীয়ার্ধে শুরুতে ভাদড়া বন্ধু মহল গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে আটুলিয়া গোল করলে খেলাটি ১-১ সমতায় শেষ হয়।
নিয়মানুসারে টাইব্রেকারে আটুলিয়া ফুটবল একাদশ ভাদড়া ফুটবল একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অধ্যাপক সানোয়ার হোসেন। রানার্সাপ ট্রফি তুলে দেন অত্র ফুটবল মাঠ কমিটির সাধারন সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার তুলে দেন প্রভাষক হাবিবুর রহমান লালটু।
টুর্নামেন্টটি পরিচালনা (রেফারি) করেন ইমারুল ইসলাম এবং সহকারী রেফারি ছিলেন আরিজুল ইসলাম ও জিয়ারুল ইসলাম।